জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ সমীক্ষণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ সমীক্ষণ বাংলা ভাষায় প্রকাশিত একটি গবেষণা ভিত্তিক জার্নাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ হতে বাৎসরিক প্রকাশনা রূপে সমাজ বিজ্ঞান অনুষদের মৌলিক গবেষনা সমূহ এতে নিয়মিত ভাবে প্রকাশিত হয়ে থাকে। এই প্রকাশনার ৪০ তম সংখ্যায় ১০ টি মৌলিক প্রবন্ধর মাঝে ৯ টি প্রবন্ধ বিশেষজ্ঞ দ্বারা যথাযথ পুনঃমূল্যায়ন করে মুদ্রিত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের বাংলা ভাষায় গবেষণা প্রকাশের অন্যতম উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীগন যেন মাতৃ ভাষায় এই বিষয়ের গবেষণা সমূহকে খুব সহজে অনুধাবন ও অনুসরণ করতে পারে।
 

Vol. 40 (2021)

Published: 29-09-2022

বাংলাদেশে বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তনশীলতা

তমা রানী সাহা, দেওয়ান আব্দুল কাদের (Author)

1-10

ভৌগোলিক মাঠকর্মের একটি রূপরেখা

মোহাঃ শামসুল আলম, কামরুন্নাহার, মোহাম্মাদ আলী, মুনিয়া তাহসিন (Author)

19-34

View All Issues

Deprecated: Function mhash() is deprecated in /home/juojs/public_html/lib/pkp/classes/statistics/PKPStatisticsHelper.php on line 144